কালের সংক্ষিপ্ত ইতিহাস : একটি অদম্য লড়াই

1963 সাল, মাত্র 21 বছরের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবি এক ছাত্র তখন স্থান-সময় সংক্রান্ত এক জটিল গবেষণায় ব্যস্ত। হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জানা যায় তিনি Motor Neuron এর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আর এক্ষেত্রে তার জীবনকাল সর্বোচ্চ 2 বছর। তা সত্ত্বেও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে চলতে থাকে তার গবেষনা। Roger Penrose-এর Space-Time Singularity-র উপর মৌলিক গবেষনা করে 1966 সালের বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক Adams Prize নিয়ে PhD ডিগ্রি লাভ করেন।

1988
সালে
প্রকাশিত হলো তাঁর লেখা বই A BRIEF HISTORY OF TIME (কালের সংক্ষিপ্ত ইতিহাস), যা তাঁকে এনে দেয় আন্তর্জাতিক পরিচিতি
ও খ্যাতি। টানা পাঁচ বছরের বেশি সময় ধরে লন্ডন Sunday Times –এর সর্বাধিক
বিক্রিত (Best Seller) বইয়ের তালিকায় জায়গা করে নেয় বইটি,
35টির বেশি
ভাষায় অনূদিত বইটি 1 কোটিরও বেশি বিক্রি হয়েছে।
গত বছরে আজকের দিনে (March 14, 2018) তে এই কালজয়ী ইতিহাসে ইতি পড়েছে - Albert Einstein -এর পরবর্তীকালের অন্যতম তাত্ত্বিক পদার্থবিদ Stephen
William Hawking-এর লড়াই থেমে গেছে। উল্লেখ্য আজকের দিনটি Albert Einstein -এর জন্মদিনও বটে।
Comments
Post a Comment